তত্র মঙ্গলাচরণম্‌

হে প্রাচীন-সুরশ্রেষ্ঠ! তুমি নিযে নির্ম্মলচরিত্র বলিয়া সঙ্কল্পজন্মা মদনকে ভস্মীভয়ত করিয়াছিলেন। অতএব, তোমায় নমস্কার। তুমিই আবার দেহান্তর পরিগ্রহ করিয়া চক্রধারী বিষ্ণু হইয়াছিলে।–সংসারচক্র তোমারই ইঙ্গিতে পালিত হয়। অতএব হে বিষ্ণো! তোমায় নমস্কার। যাহাদিগের চরিত্র চন্দ্রের ন্যায় নির্ম্মল–দোষ শূন্য, সেই সকল বিঘ্নবিনায়ক গনপতির অনুগত মনুষ্যগনকে নমস্কার। কারণ, তাঁহারা অসাধারণ ক্ষমতা প্রকাশ করিয়া তবে সিদ্ধিদাতা গণেশের কৃপাপ্রাপ্ত হইয়াছেন। আমি তাঁহাদিগেরও অনুগত; সুতরাং আমি এই সকলকেই বারংবার নমস্কার করি ।।১।।

[অসমপূর্ণ]

 

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2